সঠিক উত্তর হচ্ছে: কর্তা
ব্যাখ্যা: সঠিক উত্তর হবে কর্তা। আরো কিছু গুরুত্বপূর্ণ বাংলা কৃত প্রত্যয় এর ভেতর রয়েছে- চড়ক, মোড়ক, আটক, ফাটক, দোলনা, পাকড়াও, কান্না। শোক, মাতা, ইত্যাদি সংস্কৃত কৃত প্রত্যয় ঘটিত শব্দ। আরো কিছু সংস্কৃত কৃত প্রত্যয় এর মধ্যে রয়েছে- পাঠক, শক্তি, জ্ঞাত, করণ, পাক, জয়, বধ, কার্য ইত্যাদি। [তথ্যসূত্রঃ ভাষা শিক্ষা]