সঠিক উত্তর হচ্ছে: √নী+অন
ব্যাখ্যা: অনট (অন) প্রত্যয় [সংস্কৃত কৃৎ-প্রত্যয়] : ধাতুর শেষে \'অনট\' প্রত্যয় যুক্ত হলে ধাতুর প্রথম বর্ণের \'ঈ\' পরিবর্তন হয় \'অয়\', \'উ\' পরিবর্তিত হয়ে \'ও\', \'ই\' পরিবর্তিত হয়ে \'এ\' এবং \'ঋ\' পরিবর্তিত হয়ে \'অর\' হয়। \n\n√ভ্র + অনট = ভ্রমন\n√নী + অনট (অন) = নয়ন\n√শ্রু + অনট = শ্রবণ