সঠিক উত্তর হচ্ছে: অব্যয়
ব্যাখ্যা: হনহন শব্দটি অব্যয় পদের।\n\nযে পদের কোন ব্যয় বা পরিবর্তন হয় না, তাকে অব্যয় পদ বলে। অর্থাৎ, যে পদ সর্বদা অপরিবর্তনীয় থাকে, যার সঙ্গে কোন বিভক্তি যুক্ত হয় না এবং পুরুষ বা বচন বা লিঙ্গ ভেদে যে পদের রূপের বা চেহারারও কোন পরিবর্তন হয় না, তাকে অব্যয় পদ বলে।\n\nযেমন\n\nবজ্রের ধ্বনি- কড় কড়,\n\nতুমুল বৃষ্টির শব্দ- ঝম ঝম,\n\nস্রোতের ধ্বনি- কল কল,\n\nবাতাসের শব্দ-শন শন,\n\nনূপুরের আওয়াজ-রুম ঝুম,\n\nসিংহের গর্জন- গর গর।