সঠিক উত্তর হচ্ছে: ২২০ ভোল্ট এ.সি
ব্যাখ্যা: কারেন্ট দুই প্রকারের হয়\n1. অল্টারনেটিং কারেন্ট বা এসি কারেন্ট(Alternating Current)\n2. ডাইরেক্ট কারেন্ট বা ডিসি কারেন্ট(Direct Current)\nঅল্টারনেটিং কারেন্টঃ\nঅল্টারনেটিং কারেন্ট বা এসি কারেন্ট বলতে সেই ধরনের তড়িৎ প্রবাহকে বোঝানো হয় যে তড়িৎ প্রবাহের দিক একটি নির্দিষ্ট পর্যায় পর পর বিপরীতগামী হয়,অর্থাৎ প্রবাহিত হওয়ার দিক পরিবর্তন করে।\nবাংলাদেশের বাসা-বাড়িতে বিদ্যুতের সাপ্লাই ভোল্টেজ হল ২২০ ভোল্ট এ.সি।\n