নিচের অপশন গুলা দেখুন
- শশব্যস্ত
- পরানপাখি
- কালচক্র
- বহুব্রীহি
উপমান কর্মধারয় সমাসের উদাহরণ হলোঃ\r\n\r\nশশব্যস্ত = শশকের ন্যায় ব্যস্ত। উল্লেখ্য, উপমান অর্থ তুলনীয় বস্তু। প্রত্যক্ষ কোনো বস্তুর সাথে পরোক্ষ কোনো বস্তুর তুলনা করলে প্রত্যক্ষ বস্তুটিকে বলা হয় উপমেয়, আর যার সঙ্গে তুলনা করা হয়েছে তাকে বলা হয়। উপমান। উপমান ও উপমেয়ের একটি সাধারণ ধর্ম থাকবে। উপমান কর্মধারয় সমাসের আরো কিছু উদাহরণঃ অরুণের ন্যায় রাঙা = অরুণরাঙা। তুষারের ন্যায় শুভ্র = তুষারশুভ্র। ভ্রমরের ন্যায় কৃষ্ণ কেশ ভ্রমরকৃষ্ণ কেশ ইত্যাদি