সঠিক উত্তর হচ্ছে: হেরোডোটাস
ব্যাখ্যা: মিশরের নীল নদের উৎপত্তি আফ্রিকার লেক ভিক্টোরিয়া হয়ে মিশরের মধ্য দিয়ে ভূ-মধ্যসাগরে এসে পড়েছে। ইতিহাসের জনক হেরোডোটাস বলেছেন, ‘‘মিশর নীল নদের দান’’। প্রাচীনকালে প্রতিবছর নীল নদে বন্যা হতো। বন্যার পর পানি সর গেলে দুই তীরে পলিমাটি পড়ে জমি উর্বর হতো। জমে থাকা পলিমাটিতে জন্মাতো নানা ধরনের ফসল।