সঠিক উত্তর হচ্ছে: ১৯৭৬
ব্যাখ্যা: সেলিনা হোসেনের উপন্যাসঃ জলোচ্ছ্বাস, হাঙর নদী গ্রেনেড, যাপিত জীবন, নীল ময়ূরের যৌবন, পোকামাকড়ের ঘরবসতি, নিরন্তর ঘন্টাধ্বনি, কালকেতু ও ফল্লুরা, ভালোবাসার প্রীতিলতা ইত্যাদি। তার রচিত প্রবন্ধঃ স্বদেশে পরবাসী, একাত্তরের ঢাকা, নির্ভয় করো হে ইত্যাদি। উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর।