সঠিক উত্তর হচ্ছে: মাইকোব্যাক্টেরিয়াম
ব্যাখ্যা: এই রোগকে যম বা কাকা রোগও বলা হয়। আমাদের এমন কোন অর্গান (অঙ্গ) নাই, যেখানে যক্ষ্মা হয়না। কারণ যক্ষ্মা হচ্ছে একটি বায়ুবাহিত ব্যাকটেরিয়াজনিত সংক্রামক ব্যাধি যেটা মাইকোব্যাক্টেরিয়াম টিউবারকুলোসিস জীবাণুর সংক্রমণে হয়ে থাকে।\" \"আর এই জীবাণু যেকোন অঙ্গেই সংক্রমিত হতে পারে।