সঠিক উত্তর হচ্ছে: কর্মধারয়
ব্যাখ্যা: যে সমাসে পরপদের অর্থ প্রাধান্য পায়, তাকে কর্মধারয় সমাস বলে। কর্মধারয় সমাস কয়েক ধরনের হয়ে থাকেঃ- সাধারণ,মধ্যপদলোপী,উপমান,উপমিত ও রূপক। যে কর্মধারয় সমাসে ব্যাসবাক্যের মধ্য পদ লোপ হয় তাকে, মধ্যপদলোপী কর্মধারয় সমাস বলে । যেমনঃ চিকিৎসা বিষয়ক শাস্ত্র = চিকিৎসাশাস্ত্র, নীতি বিষয়ক শাস্ত্র = নীতিশাস্ত্র;