সঠিক উত্তর হচ্ছে: মায়াকানন
ব্যাখ্যা: ব্রজাঙ্গনা, বীরাঙ্গনা, চতুর্দশপদী কবিতাবলী, তিলোত্তমা সম্ভব, The Captive Ladie মাইকেল মধুসূদন দত্তের কাব্যগ্রন্থ। শর্মিষ্ঠা, পদ্মাবতী, কৃষ্ণকুমারী, হেক্টর বধ, মায়াকানন প্রভৃতি মাইকেল মধুসূদন এর নাটক। অপরদিকে \'বেদের মেয়ে\' নাটকটি জসীমউদ্দীন এবং \'বসন্তকুমারী\' নাটকটি মীর মশাররফ হোসেন রচিত।