সঠিক উত্তর হচ্ছে: চার্জ নিরপেক্ষ
ব্যাখ্যা: গামা রশ্মি বা গামা বিকিরণ (প্রতীক γ) এক প্রকার উচ্চ কম্পাঙ্কের, চার্জ নিরপেক্ষ খুব ছোট তরঙ্গদৈর্ঘ্য তড়িৎ-চুম্বকীয় বিকিরণ। চিকিৎসা বিজ্ঞানে নিয়ন্ত্রিত উপায়ে গামা রশ্মির নানাবিধ ব্যবহার আছে। সিটি স্ক্যান, রেডিও থেরাপি, ক্যান্সার চিকিৎসায় গামা রশ্মি/ রঞ্জন রশ্মি ব্যবহৃত হয়।