সঠিক উত্তর হচ্ছে: এ. এল. ইউ (ALU)
ব্যাখ্যা: কম্পিউটারের কেন্দ্রীয় অংশ হলাে সিপিইউ (CPU)।\nসিপিইউকে তিনটি ভাগে ভাগ করা হয়-\nক) গাণিতিক যুক্তি ইউনিট (ALU = Arithmetic Logic Unit)- arithmetic অপারেশন logical অপারেশন সম্পাদন করে\nখ) নিয়ন্ত্রণ ইউনিট (Control Unit)- কম্পিউটারের সকল অংশ নিয়ন্ত্রণ ও পরিচালনা করা\nগ) রেজিস্টার স্মৃতি (Register Memory)- কম্পিউটারের স্মৃতি, সকল তথ্য জমা রাখে।\n[তথ্যসূত্রঃ একাদশ-দ্বাদশ শ্রেণী তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, প্রকৌশলী মুজিবুর রহমান]