সঠিক উত্তর হচ্ছে: ষাণ্মাসিক, ভৌগোলিক, স্বতঃস্ফূর্ত
ব্যাখ্যা: সামর্থ - শব্দটির শুদ্ধ বানান \'সামর্থ্য\'। দারিদ্রতা- শব্দটির শুদ্ধরূপ, \'দারিদ্র\' / দরিদ্রতা। বাহুল্যতা, নিরীখ, উপন্যাসিক শব্দগুলোর শুদ্ধ বানান যথাক্রমে, \'বাহুল্য, নিরিখ, ঔপন্যাসিক। [তথ্যসূত্রঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা]