সঠিক উত্তর হচ্ছে: অক্ষর
ব্যাখ্যা: ধ্বনি নির্দেশক চিহ্নঃ বর্ণ (লিখিত রূপ) বাগযন্ত্রের স্ব তম প্রয়াসে উচ্চারিত ধ্বনি বা ধ্বনিগুচ্ছ হল অক্ষর। \nযেমনঃ \'বন্ধন\' শব্দটিতে অক্ষর দুটি হল বন+ধন। কিন্তু শব্দটিতে বর্ণ চারটি ব,ন,ধ,ন।\n [সূত্রঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা - ডঃ সৌমিত্র শেখর]