সঠিক উত্তর হচ্ছে: গৌড়ীয় প্রাকৃত
ব্যাখ্যা: বাংলা ভাষা \' গৌড়ীয় প্রাকৃত\' ভাষা থেকে এসেছে। গৌড়ীয় প্রাকৃত (খ্রি. পূ. ২০০) ভাষা প্রাচীন ভারতীয় আর্য (খ্রি.পূ. ১০০০) ভাষা বংশধর। গৌড়ীয় প্রাকৃত ভাষা গৌড় অপভ্রংশ (আনু . ৪০০ - ৬০০ খ্রি.) ও বঙ্গ - কামরুপী (আনু. ৫০০ খ্রি.) থেকে বাংলা ভাষার উৎপত্তি হয়েছে।