সঠিক উত্তর হচ্ছে: ৫ টি
ব্যাখ্যা: The Organization of the Petroleum Exporting Countries (OPEC) ভেনিজুয়েলার উদ্যোগে ১৯৬০ সালে বাগদাদে প্রতিষ্ঠিত হয়। এর প্রতিষ্ঠাকালীন সদস্য দেশ ছিলো ৫ টি। দেশগুলো হলো- ইরান, ইরাক, কুয়েত, সৌদি আরব, ভেনিজুয়েলা। বর্তমানে OPEC এর সদস্য দেশ ১৩ টি। [তথ্যসূত্রঃ opec.org]