সঠিক উত্তর হচ্ছে: বঙ্গ
ব্যাখ্যা: খ্রিষ্টপূর্ব তিন হাজার বছর আগে ‘বঙ্গ’ নামে দেশের উল্লেখ পাওয়া যায়। সর্বপ্রথম বঙ্গ দেশের নাম পাওয়া যায় ‘ঋগ্বেদের ঐতেরেয়’ আরণ্যক গ্রন্থে। প্রাচীনকালে বঙ্গের অন্তর্ভুক্ত ছিল ফরিদপুর, বরিশাল, পাবনা, বৃহত্তর বগুড়া, ময়মনসিংহ জেলার পশ্চিমাঞ্চল, ঢাকা, কুষ্টিয়া, বৃহত্তর কুমিল্লা, নোয়াখালীর কিছু অংশ।