সঠিক উত্তর হচ্ছে: রাইফেল রোটি আওরাত
ব্যাখ্যা: এখানে সব গুলোই মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস। তবে, আনোয়ার পাশার রাইফেল রোটি আওরাত (১৯৭৩) উপন্যাস মুক্তিযুদ্ধভিত্তিক প্রথম উপন্যাস। এটি রচিত হয় মুক্তিযুদ্ধ চলাকালে ১৯৭১-এর মার্চ থেকে এপ্রিল মাসে। এছাড়া, আমার বন্ধু রাশেদ- মোহাম্মদ জাফর ইকবাল, জাহান্নাম হইতে বিদায়, নেকড়ে অরণ্য- শওকত ওসমান রচিত মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস। সোর্সঃ সৌমিত্র শেখর