সঠিক উত্তর হচ্ছে: ১৯৯২ সালে
ব্যাখ্যা: এজেন্ডা-২১ হলো পরিবেশের উপর মানুষের কর্মকাণ্ডের প্রভাব বিষয়ে একটি সমন্বিত কর্মপরিকল্পনা যা ১৯৯২ সালের ৩-১৪ জুন ব্রাজিলের রিও ডি জেনেরিও শহরে অনুষ্ঠিত বিশ্ব ধরিত্রী সম্মেলনে (United Nations Conference on Environment and Development) গৃহীত হয়। ১৭৮টি দেশ এই পরিকল্পনাটি গ্রহণ করে।এই সম্মেলনে গৃহিত অন্যান্য বিষয়াবলীর মধ্যে রয়েছে: UNFCCC, জীববৈচিত্র সম্পর্কিত সনদ, পরিবেশ ও উন্নয়ন সম্পর্কিত রিও ঘোষণা।(তথ্যসূত্র: এসডিজি ওয়েবসাইট)