সঠিক উত্তর হচ্ছে: সংশপ্তক
ব্যাখ্যা: সারেং বৌ ও সংশপ্তক শহীদুল্লা কায়সার রচিত দুটি বিখ্যাত উপন্যাস। কদম সারেং ও নবিতুন সারেং বৌ উপন্যাসের দুটি চরিত্র। এদিকে, রাবেয়া খাতুন, জাহেদ, সেকেন্দার, মালু, হুরমতি, লেকু, রমজান ও রামদয়াল সংশপ্তক উপন্যাসের চরিত্র।