সঠিক উত্তর হচ্ছে: শ্রীকান্ত
ব্যাখ্যা: অপ্রাজেয় কথাসাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায় (১৮৭৬ - ১৯৩৮) - এর আত্মজৈবনিক উপন্যাস ‘শ্রীকান্ত’ ৪ খন্ডে রচিত। উল্লেখযোগ্য চরিত্র হচ্ছে শ্রীকান্ত, ইন্দ্রনাথ, অন্নদাদিদি, রাজলক্ষ্মী, অভয়া, রোহিণী, গুরুদেব, যদুনাথ, সুনন্দা, কুশারী, পুটু, গহর, কমললতা। উপন্যাসটির সমাপ্তি টানা হয় কমললতার নিরুদ্দেশ যাত্রার মধ্য দিয়ে।