সঠিক উত্তর হচ্ছে: যৌগিক বাক্য
ব্যাখ্যা: দুই বা ততোধিক বাক্য যখন ‘আর’ ‘এবং’, কিন্তু, ‘অথচ’, ‘তথাপি’, হয়…… নয়,……… না হয়, ‘কেন-না’ ইত্যাদি অব্যয়ের সাহায্যে যুক্ত থাকে, তখন তাকে যৌগিক বাক্য বলে। যৌগিক বাক্যে দুটি স্বাধীন বাক্য থাকে। যেমনঃ ‘সে বলতে চাই তথাপি বলে না’। এখানে বাক্য দুটি তথাপি অব্যয় দ্বারা যুক্ত। এটি একটি যৌগিক বাক্য।