সঠিক উত্তর হচ্ছে: ইন্দোনেশিয়া
ব্যাখ্যা: ওপেক হচ্ছে বিশ্বের তেল রপ্তানীকারক দেশগুলোর সংগঠন। ওপেক এর বর্তমানে এর সদস্য.১৩টি দেশ - অ্যাঙ্গোলা, আলজেরিয়া, ইরাক, ইরান, ইউএই, কুয়েত, নাইজেরিয়া, ভেনিজুয়েলা, লিবিয়া, সৌদি আরব, গ্যাবন,ইকুয়েটোরিয়াল গিনি । ইন্দোনেশিয়া ২০০৮ সালে ওপেক থেকে নিজেকে প্রত্যাহার করে নেয় । সারা পৃথিবীতে তেলের দাম নিধারন এবং রপ্তানি ও আমদানিতে বেশ গুরুত্ব বহন করে। (তথ্যসূত্র-উইকিপিডিয়া)