সঠিক উত্তর হচ্ছে: উপমান কর্মধারয়
ব্যাখ্যা: সাধারণ ধর্মবাচক পদের সাথে উপমানবাচক পদের যে সমাস হয়, তাকেই উপমান কর্মধারয় সমাস বলে। এতে একটি বিশেষ্য ও অপরটি বিশেষণ থাকে। যেমন-
\n তুষারশুভ্র (বিশেষ্য + বিশেষণ) = তুষারের ন্যায় শুভ্র।
\n কাজলকালাে (বিশেষ্য + বিশেষণ) = কাজলের ন্যায় কালাে।
\n অরুণের ন্যায় রাঙা = অরুনরাঙা।