সঠিক উত্তর হচ্ছে: শিখা
ব্যাখ্যা: ঢাকা মুসলিম সাহিত্য সমাজের মুখপত্র হিসেবে ১৯২৭ সালে আবুল হোসেনের সম্পাদনায় \'\'শিখা\'\' পত্রিকা প্রকাশিত হয়। এই \'\'শিখা\'\' পত্রিকার প্রতি সংখ্যায় \'\'জ্ঞান যেখানে সীমাবদ্ধ, বুদ্ধি সেখানে আড়ষ্ট, মুক্তি সেখানে অসম্ভব\'\' এই উক্তিটি লেখা থাকত।