সঠিক উত্তর হচ্ছে: অপারেশন বিগ বার্ড
ব্যাখ্যা: অপারেশন ব্লিজ ও অপারেশন সার্চলাইটের কোথাও বঙ্গবন্ধুর নাম সরাসরি ছিল না। তবে পাক বাহিনীর এসব অপারেশনে ‘বিগ বার্ড’ নামে বঙ্গবন্ধুর একটি কোড ছিল। বঙ্গবন্ধুকে গ্রেফতার করে পাকিস্তানিদের হাতে বন্দী করার প্রক্রিয়ার নামই ছিল ‘অপারেশন বিগ বার্ড’।