সঠিক উত্তর হচ্ছে: দ্য ভেজেটেরিয়ান
ব্যাখ্যা: ২০১৬ সালের ম্যানবুকার পুরস্কার পেলেন হান দক্ষিণ কোরিয়ার হান কাঙ। ‘দ্য ভেজেটেরিয়ান’ উপন্যাসের জন্য তিনি এ পুরস্কার পেয়েছেন। মানুষের নির্মমতা প্রত্যাখ্যান করতে চাওয়া এক নারী যিনি মাংস খাওয়া ছেড়ে দিয়ে নিরামিষাশী হয়ে ওঠেন তাকে কেন্দ্র করে উপন্যাসটি লেখা হয়েছে। এটি ইংরেজি ভাষায় অনুবাদ করেছেন ডেবোরাহ স্মিথ। পুরস্কারের ৫০ হাজার পাউন্ড অর্থ হান কাঙ এবং ব্রিটিশ অনুবাদক ডেবোরাহ স্মিথ উভয়ের মাঝে ভাগ করে দেওয়া হবে। হান কাঙ ক্রিয়েটিভ রাইটিং-এর প্রভাষক। ২০১৫ সালে ম্যান বুকার পুরস্কার পেয়েছিলেন হাঙ্গেরির লেখক ল্যাসলু ক্রাসনাহোরকাই।