সঠিক উত্তর হচ্ছে: ধ্বনিগত মাধুর্য সম্পাদন
ব্যাখ্যা: সন্ধির উদ্দেশ্য হলো : ধ্বনিগত মাধুর্য সৃষ্টি।\n\nশনির উদ্দেশ্য স্বাভাবিকভাবে উচ্চারণের সহজ প্রবণতা এবং ধ্বনিগত মাধুর্য সম্পাদন। যেমন: আশা ও অতীত উচ্চারণে যে আয়াশ প্রয়োজন আশাতীত তার চেয়ে অল্প উচ্চারিত হয় এবং শ্রুতিমধুর।