সঠিক উত্তর হচ্ছে: সৈয়দ আলী আহাসান
ব্যাখ্যা: সৈয়দ আলী আহাসান বাংলাদেশে একজন খ্যাতনামা সাহিত্যিক, কবি, সাহিত্য সমালোচক, অনুবাদক প্রাবন্ধিক ও শিক্ষাবিদ ছিলেন। তিনি বাংলাদেশের জাতীয় অধ্যাপক ছিলেন। তিনি বাংলাদেশের জাতীয় সংগীতের ইংরেজি অনুবাদক। \'বাংলা সাহিত্যের ইতিবৃত্ত\' (আধুনিক যুগ) প্রবন্ধগ্রন্থের রচয়িতা সৈয়দ আলী আহসান। তিনি মুহম্মদ আবদুল হাইয়ের সাথে একত্রে গ্রন্থটি প্রকাশ করেন।অনুবাদগ্রন্থঃ হুইটম্যানের কবিতা, ইডিপাস। [তথ্যসূত্র - বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, সৌমিত্র শেখর]