সঠিক উত্তর হচ্ছে: সৈয়দ মুজতবা আলী
ব্যাখ্যা: সৈয়দ মুজতবা আলী রচিত ভ্রমণকাহিনী হলো দেশে বিদেশে। এটি মূলত কাবুল ভ্রমণের প্রেক্ষাপটে রচিত। এটি ১৯৪৯ সালে প্রকাশিত হয়। বন্দর থেকে বন্দরে সানাউল হক রচিত ভ্রমণ কাহিনী। চলে মুসাফির ও হলদে পীরের দেশে হলো জসীম উদদীন রচিত এবং পথে প্রবাসে ও ইউরোপের চিঠি হলো অন্নদাশংকর রায় রচিত ভ্রমণকাহিনী। (সূত্রঃ বিষয় বাংলা এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা : ড. সৌমিত্র শেখর)