সঠিক উত্তর হচ্ছে: কায়কোবাদ
ব্যাখ্যা: বাঙালি মুসলিম কবিদের ভিতর প্রথম মহাকাব্য রচয়িতা। বাঙালি মুসলিম কবিদের ভিতর প্রথম সনেট রচয়িতা। মহাকবি কায়কোবাদের মহাকাব্যে হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় ও নবীনচন্দ্র সেনের রচনা ধারার প্রভাব সুস্পষ্ট। ১৯৩২ সালে “বঙ্গীয় মুসলিম সাহিত্য সন্মেলন” অনুষ্ঠানে মহাকবি অলংকৃত করেন সভাপতির আসন।