নিচের অপশন গুলা দেখুন
- ১৯৬৪
- ১৯৫৭
- ১৯৫৮
- ১৯৫২
ইউরোপীয়ান ইউনিয়ন গঠনের ইতিহাসঃ
ছয়টি দেশ মিলে সাধারন বাজার (Common Market) গড়ে তোলার উদ্দেশ্যে ১৯৫৭ সালের ২৫ মার্চ ইতালির রাজধানী রোমে এক চুক্তি স্বাক্ষর করে যার মাধ্যমে গঠিত হয় \'\'ইউরোপিয়ান ইকোনোমিক কমিউনিটি (European Economic Community-EEC)\'\'। ইউরোপীয় ইউনিয়ন গঠনের ইতিহাসে এটি \'\'The Treaty of Rome\'\' নামে পরিচিত, এবং এটি ১ জানুয়ারি ১৯৫৮ সাল থেকে কার্যকর হয়। EEC - এর সদস্য ছিলো ৬টি। ১৯৭৩ সালের ১ জানুয়ারি যুক্তরাজ্য, ডেনমার্ক ও আয়ারল্যান্ড EEC তে যোগদান করে।
১৯৯০ এর দশকে সমাজতন্ত্রের পতনের ফলে পূর্ব-ইউরোপের দেশগুলো সহ সমগ্র ইউরোপে একক বাজার (Four freedom - movement of goods, service, people and money) তৈরীর জন্য ১৯৯২ সালের ৭ ফেব্রুয়ারি নেদারল্যান্ডের ম্যাসট্রিচট শহরে এক চুক্তি স্বাক্ষর করে যার মাধ্যমে ইউরোপীয় ইউনিয়ন (EU) গঠিত হয়। এটি \'\'Maastricht Treaty\'\' বা \'\'The Treaty of European Union\'\' নামে পরিচিত। এটি কার্যকর হয়, ১ নভেম্বর, ১৯৯৩।
Source: HelloBCS Content (upcoming)