সঠিক উত্তর হচ্ছে: ১৯নং
ব্যাখ্যা: জাতিসংঘের মানবাধিকার ঘোষণাপত্রের ১৯ নং অনুচ্ছেদ - প্রত্যেকেরই মত প্রকাশের স্বাধীনতার অধিকার রয়েছে; এই অধিকারের মধ্যে হস্তক্ষেপ ছাড়াই মতামত ধারণ করার স্বাধীনতা এবং যেকোনো পন্থায় এবং সীমান্ত নির্বিশেষে তথ্য ও ধারণা খোঁজা, গ্রহণ এবং প্রদানের স্বাধীনতা অন্তর্ভুক্ত। [তথ্যসূত্রঃ www.un.org/en/about-us/universal-declaration-of-human-rights]