সঠিক উত্তর হচ্ছে: শূন্য
ব্যাখ্যা: আকাশের সমার্থক শব্দ শূন্য। আকাশের অন্যান্য সমার্থক শব্দের ভেতর আছে অন্তরীক্ষ, অম্বর,নভঃ,নীলিমা,আসমান, গগন, অনন্ত ইত্যাদি। এছাড়া ভাতি আলোর সমার্থক শব্দ, সুর সৃষ্টিকর্তার সমার্থক শব্দ আর বিভাবসু অগ্নির সমার্থক শব্দ।[তথ্যসূত্রঃভাষা ও সাহিত্য জিজ্ঞাসা - সৌমিত্র শেখর]