সঠিক উত্তর হচ্ছে: তৎপুরুষ
ব্যাখ্যা: ষষ্ঠী তৎপুরুষ সমাস : পূর্বপদে ষষ্ঠী বিভক্তির (র, এর) লোপ হয়ে যে সমাস হয়, তাকে ষষ্ঠী তৎপুরুষ সমাস বলে। যথা- \r\n\r\nচায়ের বাগান = চাবাগান, \r\nরাজার পুত্র = রাজপুত্র, \r\nখেয়ার ঘাট = খেয়াঘাট, \r\nবিশ্বের কবি = বিশ্বকবি, \r\nঅহনের মধ্য = মধ্যাহ্ন, \r\nঅহ্নের অপর বা শেষ ভাগ = অপরাহ্ণ, \r\nবিশ্ববিদ্যার আলয় = বিশ্ববিদ্যালয়, \r\nপুষ্পের সৌরভ = পুষ্পসৌরভ।