নিচের অপশন গুলা দেখুন
- কাহ্নপা
- শবরপা
- ভুসুকপা
- লুইপা
চর্যাপদ বাংলাসাহিত্যের প্রথম নিদর্শন। এটি বৌদ্ধ সহজিয়াদের সাধন সংগীত।
- চর্যাপদে পদ আছে ৫১ টি। তার মধ্যে সাড়ে ছেচল্লিশটি উদ্ধার করা হয়েছে।
- মোট পদকর্তা ২৩, মতান্তরে ২৪।
- গ্রন্থভুক্ত প্রথম পদটির রচয়িতা লুইপা।
- তিনি দুটি পদ রচনা করেছেন। ১ ও ২৯ নম্বর পদ।
উৎস : বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর