সঠিক উত্তর হচ্ছে: ষষ্ঠ জনশুমারি
ব্যাখ্যা: ১৮৭২ সালে লর্ড মেয়োর শাসনামলে ভারতবর্ষে প্রথম আদমশুমারি হয়। একটি দেশের জনসংখ্যাকে আনুষ্ঠানিকভাবে গণনা করার পদ্ধতিকে আদমশুমারি (Census) বলে। বাংলাদেশে এ পর্যন্ত ৫টি আদমশুমারি হয়। যথা – \r\n ১৯৭৪ সালে, \r\n ১৯৮১ সালে, \r\n ১৯৯১ সালে, \r\n ২০০১ সালে এবং \r\n ২০১১ সালে। \r\n\r\n2021 সালে অনুষ্ঠিত হবে ষষ্ঠ জনশুমারি। আদমশুমারি’র বর্তমান নাম জনশুমারি।