সঠিক উত্তর হচ্ছে: ক্লোরোফ্লোরো কার্বন
ব্যাখ্যা: সঠিক উত্তর ক্লোরো ফ্লোরো কার্বন।\n\nওজোন স্তর (Ozone layer) হচ্ছে পৃথিবীর বায়ুমন্ডলের একটি স্তর যেখানে তুলনামূলকভাবে বেশি মাত্রায় ওজোন গ্যাস থাকে। এই স্তর থাকে প্রধানতঃ স্ট্র্যাটোস্ফিয়ারের নিচের অংশে, যা ভূপৃষ্ঠ থেকে কমবেশি ২০-৩০ কিমি উপরে অবস্থিত। এই স্তরের পুরুত্ব স্থানভেদে এবং মৌসুমভেদে কমবেশি হয়। ওজমের রঙ গাঢ় নীল।\n\n[তথ্যসূত্রঃ পত্রিকা]