নিচের অপশন গুলা দেখুন
- অব্যয়ীভাব
 - বহুব্রীহি
 - কর্মধারয়
 - দ্বন্দ্ব
 
- বহুব্রীহি সমাসে পরপদের মাতৃ, পত্নী, পুত্র, স্ত্রী ইত্যাদি শব্দ থাকলে এ শব্দগুলোর সঙ্গে \'ক\' যুক্ত হয়। যেমন-
• বি (বিগত) হয়েছে পত্নী যার = বিপত্নীক, 
• নদী মাতা (মাতৃ) যার = নদীমাতৃক, 
• নাই পুত্র যার অপুত্রক,
• স্ত্রীর সঙ্গে বর্তমান = সস্ত্রীক ইত্যাদি। 
উৎসঃ ভাষা শিক্ষা হায়াৎ মামুদ।