টেস্টটিউব বেবির 'জনক' বৃটিশ বিজ্ঞানী রবার্ট এডওয়ার্ডস। ১৯৫৫ সালে তিনি কৃত্রিম প্রজনন বিষয়ের ওপর গবেষণা শুরু করেন। সহযোগী প্যাট্রিক স্টেপটোর সঙ্গে যৌথভাবে তিনি ইন-ভাইট্রো ফার্টিলাইজেশন (আইভিএফ) পদ্ধতির ওপর গবেষণা করেন। সে গবেষণার ফলেই ১৯৭৮ সালে বিশ্বের প্রথম টেস্ট টিউব বেবি লুইস ব্রাউনের জন্ম হয়।