সঠিক উত্তর হচ্ছে: সাজাহান
ব্যাখ্যা: দ্বিজেন্দ্রলাল রায় রচিত সাজাহান নাটকটি বাংলা সাহিত্যের প্রথম সার্থক ঐতিহাসিক নাটক। এটি সম্রাট শাহজাহান কে নিয়ে লেখা প্রথম নাটক। তাঁর বিখ্যাত গান \'ধনধান্যে পুষ্পে ভরা, আমাদের এই বসুন্ধরা\' এই নাটকে ব্যবহৃত হয়। উৎস: Hello BCS লেকচার।