সঠিক উত্তর হচ্ছে: সধবার একাদশী
ব্যাখ্যা: সধবার একাদশী দীনবন্ধু মিত্র রচিত একটি সামাজিক নাটক ও প্রহসন। এ নাটকের মাধ্যমে লেখক তৎকালীন সমাজের উচ্চবিত্ত শ্রেণীর নৈতিক স্খলন ও সামাজিক অবক্ষয় ফুটিয়ে তুলেছেন। এদিকে, ডাকঘর রবীন্দ্রনাথ ঠাকুরের রূপক সাংকেতিক নাটক ও নূরজাহান দ্বিজেন্দ্রলাল রায়ের ঐতিহাসিক নাটক। [সূত্রঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা- সৌমিত্র শেখর]