সঠিক উত্তর হচ্ছে: গদ্যছন্দে
ব্যাখ্যা: ‘আমার পূর্ব বাংলা\' কবিতাটি সংকলিত হয়েছে সৈয়দ আলী আহসানের ‘একক সন্ধ্যায় বসন্ত\' কাব্যগ্রন্থ থেকে।কবিতাটিতে কবির সৌন্দর্যপ্রীতি ও স্বদেশচেতনা নানা উপমা-রূপক ও চিত্রকল্পের সুনিপুণ বিন্যাসে এক অখন্ড ভাবমূর্তিতে উজ্জ্বল। কবির একান্ত ও অন্তরঙ্গ অনুভূতির স্নিগ্ধ ফসল কবিতাটি।‘আমার পূর্ব বাংলা\' কবিতাটি গদ্যছন্দে রচিত। গদ্যছন্দে কোনো সুনির্দিষ্ট পর্ব বা মাত্রাসাম্য রক্ষিত হয় না।