সঠিক উত্তর হচ্ছে: প্রকার
ব্যাখ্যা: সুশাসন হচ্ছে এমন একটি রাষ্ট্র ব্যবস্থার প্রতিফলন যেখানে শাসক ও শাসিতের মধ্যে সুসস্পর্ক বজায় থাকবে, সর্বোচ্চ স্বাধীন বিচার বিভাগ থাকবে, আইনের শাসন থাকবে, নীতির গণতন্ত্রায়ণ থাকবে, জনগণের অধিকারের নিশ্চয়তা থাকবে, সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে সকলের অংশগ্রহণমূলক ব্যবস্থা থাকবে, মতামত ও পছন্দের স্বাধীনতা থাকবে এবং স্বচ্ছতা ও জবাবদিহিতা থাকবে। Good Governance শব্দটি Goodএবং Governance এ দুটি শব্দের সমন্বয়ে গঠিত যার অর্থ নির্ভুল, দক্ষ ও কার্যকরী শাসন। ওটি আসলে মূল্যবোধের একটি প্রকার। (তথ্যসূত্র- পৌরনীতি ও সুশাসন ১মপত্র- একাদশ ও দ্বাদশ শ্রেণি)