সঠিক উত্তর হচ্ছে: রিক্সা > রিসকা
ব্যাখ্যা: শব্দের মধ্যে দুটি ব্যঞ্জনের পরস্পর পরিবর্তন ঘটে তাকে ধ্বনি বিপর্যয় বলে।
যেমন-
পিশাচ > পিচাশ,
বাক্স > বাসক,
রিক্সা > রিসকা,
লাফ > ফাল ইত্যাদি।
পদ্ম > পদ্দ = সমীভবন;
আশা > আশ, এবং, আজি > আজ = সম্প্রকর্ষ।
উৎসঃ বাংলা ভাষার ব্যকরণ, নবম-দশম শ্রেণি।