সঠিক উত্তর হচ্ছে: ২ প্রকার
ব্যাখ্যা: পাবলিক কী এনক্রিপশনে সাধারণত দুই ধরনের কী ব্যবহার করা হয়। যথা- প্রাইমারী কী এনক্রিপশন এবং সেকেন্ডারি কী এনক্রিপশন। অর্থাৎ যখন কেউ একটি ম্যাসেজ এনক্রিপশন করতে চায় তখন সে একটি এনক্রিপশন কী ব্যবহার করে এবং যে ম্যাসেজ গ্রহণ করবে সেও অন্য একটি কী ব্যবহার করে এটিকে ডিক্রিপ্ট করবে।\n[ তথ্যসূত্রঃএকাদশ ও দ্বাদশ শ্রেণী: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, অধ্যায়-৬.১১: ডাটা এনক্রিপশন (Data Encryption)]