সঠিক উত্তর হচ্ছে: মাতঙ্গ
ব্যাখ্যা: দ্বিপ মানে মূলত হাতি। মাতঙ্গ হাতির সমার্থক শব্দ তাই সঠিক উত্তর হবে মাতঙ্গ। হাতির অন্যান্য সমার্থক শব্দের ভেতর আছে-কুঞ্জর, কর, রদী, রদনী, ঐরাবত, পিল, বারণ, গজ, করী ইত্যাদি। [তথ্যসূত্রঃ ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা - সৌমিত্র শেখর]