সঠিক উত্তর হচ্ছে: চৌচালা
ব্যাখ্যা: দ্বিগু সমাস\r\n─━━━━━━⊱✿⊰━━━━━━─\r\nসমাহার (সমষ্টি) বা মিলন অর্থে সংখ্যাবাচক শব্দের সঙ্গে বিশেষ্য পদের যে সমাস হয়, তাকে দ্বিগু সমাস বলে। [২৫তম বিসিএস; প্রবাসী কল্যাণ ব্যাংক লি. অফিসার: ১৯; ৮ম বেসরকারি প্রভাষক নিবন্ধন: ১২; রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক অফিসার: ১১]\r\n\r\nদ্বিগু সমাসে সমাসনিষ্পন্ন পদটি বিশেষ্য পদ হয়। যেমন-\r\n\r\n\r\nতিন কালের সমাহার = ত্রিকাল \r\nচৌরাস্তার সমাহার= চৌরাস্তা [প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক: ১১]\r\nতিন মাথার সমাহার = তেমাথা \r\nপঞ্চবটের সমাহার- পঞ্চবটী \r\nশত অব্দের সমাহার = শতাব্দী [পরিবার পরিকল্পনা অধিদপ্তরে পরিবারকল্যাণ পরিদর্শিকা প্রশিক্ষণার্থী: ১৩; প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক: ১৩] \r\nতিন প্রান্তরের সমাহার = তেপান্তর [প্রাথমিক সহকারী শিক্ষক: ১৯; প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক: ১৩]\r\nত্রি (তিন) পদের সমাহার = ত্রিপদী\r\n\r\nএরূপ- পঞ্চনদ [সহকারী উপজেলা/থানা শিক্ষা অফিসার: ১০; গণমাধ্যম ইনস্টিউটের সহকারী পরিচালক: ০৩], অষ্টধাতু, ত্রিভুজ [মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক অধিদপ্তরের উচ্চমান সহকারী: ১৩; থানা নির্বাচন অফিসার: ০৮], সপ্তাহ [১৩তম বেসরকারি প্রভাষক নিবন্ধন পরীক্ষা: ১৬], সপ্তর্ষি [প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক: ০৯], চতুর্ভুজ, চতুরঙ্গ, ত্রিমোহিনী, তেরনদী, পঞ্চভূত, সাতসমুদ্র [৭ম শিক্ষক নিবন্ধন: ১১] ইত্যাদি। \r\n─━━━━━━⊱✿⊰━━━━━━─