সঠিক উত্তর হচ্ছে: সরদার জয়েনউদ্দীন
ব্যাখ্যা: সরদার জয়েনউদ্দীন (১৯১৮ - ২২ ডিসেম্বর, ১৯৮৬) একজন বাংলাদেশী লেখক, ঔপন্যাসিক, গল্পকার ও সম্পাদক।তিনি বাংলাদেশে বইমেলার প্রবর্তক। বাংলা সাহিত্যে অবদানের জন্য ১৯৬৭ সালে বাংলা একাডেমি পুরস্কার ও আদমজী সাহিত্য পুরস্কার এবং ১৯৯৪ সালে মরণোত্তর বাংলাদেশ সরকার কর্তৃক প্রদত্ত দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মান একুশে পদক-এ ভূষিত হন।
\n\nগল্পগ্রন্থঃ
\nনয়ান ঢুলী (১৯৫২)
\nবীর কণ্ঠীর বিয়ে (১৯৫৫)
\nখরস্রোত (১৯৫৫)
\nবেলা ব্যানার্জীর প্রেম (১৯৬৮)
\nঅষ্টপ্রহর (১৯৭৩)
\n\nউপন্যাসঃ
\nনীল রং রক্ত (১৯৫৬)
\nপান্নামতি (১৯৬৪)
\nআদিগন্ত (১৯৬৫)
\nঅনেক সূর্যের আশা (১৯৬৬)
\nবেগম শেফালী মির্জা (১৯৬৮)
\nবিধ্বস্ত রোদের ঢেউ (১৯৭৫)
\n\nশিশুসাহিত্যঃ
\nউল্টো রাজার দেশ
\nআমরা তোমাদের ভুলব না
\nঅবাক অভিযান