সঠিক উত্তর হচ্ছে: কোনটিই নয়
ব্যাখ্যা: AFTA এর পূর্ণ রূপ হলো Asean Free Trade Area. এটি দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর আঞ্চলিক সংস্থা আসিয়ানের সদস্য দেশ গুলার একটি আঞ্চলিক অবাধ বাণিজ্য চুক্তি। 1992 সালের ২৮ জানুয়ারি স্বাক্ষরিত এই চুক্তির উদ্দেশ্য আসিয়ান ভুক্ত দেশ গুলো পারস্পারিক বাণিজ্যের ক্ষেত্রে ৫% হারে অভিন্ন ট্যারিফ হার নির্ধারণ করা।[তথ্যসূত্রঃ AFTA official site]